জহুরুল ইসলাম, স্টাফ রিপোর্টার:
বাংলাদেশের সিরাজগঞ্জের শাহজাদপুরের স্বেচ্ছাসেবী ও শিক্ষামূলক সংগঠন আলোকবর্তিকার চতুর্থ প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ, শিক্ষার্থী ও গুণীজন সম্মাননা প্রদান অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সকাল সাড়ে ১১টার সময় শাহজাদপুর পাইলট সরকারি উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে কম্বল বিতরন ও সম্মাননা স্মারক প্রদান করা হয়।
সংগঠনের সভাপতি সুমনা ইসলাম শিমুর সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মাননা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রবীন্দ্র বিশব্বিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. শাহ আজম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাইফুল ইসলাম। শাহজাদপুর প্রেসক্লাবের সভাপতি বিমল কুমার কুন্ড, বিশিষ্ট সাংবাদিক মাসুদ পারভেজ প্রমুখ।
এসময় প্রধান অতিথি তার বক্তব্যে উল্লেখ করে বলেন, আজকের দিনের শিক্ষার্থীরা আগামী দিনের ভবিষ্যৎ। তাই আগামীতে স্মার্ট বাংলাদেশ গড়তে শিক্ষার্থীসহ অভিভাবকদের এগিয়ে আসতে হবে।
Leave a Reply