জহুরুল ইসলাম, স্টাফ রিপোর্টার:
সিরাজগঞ্জে ডায়াবেটিক ফুট কেয়ার এন্ড পি.আর.পি সেন্টার ডায়াগনস্টিক এন্ড হাসপাতালের উদ্ভোধন করা হয়েছে।
মঙ্গলবার দুপুরে সিরাজগঞ্জ সদর উপজেলার শিয়ালকোল শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজের সামনে সিরাজগঞ্জে ডায়াবেটিক ফুট কেয়ার এন্ড পি.আর.পি সেন্টারের উদ্ভোধন করেন সাবেক মৎস্য ও প্রাণীসম্পদ মন্ত্রী ও জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ আব্দুল লতিফ বিশ্বাস।
এই ডায়াবেটিক ফুট কেয়ার এন্ড পি.আর.পি সেন্টার থেকে ডায়াবেটিক রোগে আক্রান্ত রোগীদের শরীরে কোন ক্ষত হলে সেই স্থানে পি.আর.পি এর মাধ্যোমে বিনা অপারেশনে সেই ক্ষতস্থানে চিকিৎসা প্রদান করা হবে। উত্তরবঙ্গে এই প্রথম পি.আর.পি সেন্টার স্থাপিত হলো। সিরাজগঞ্জ সহ উত্তরবঙ্গের মানুষ এই সেন্টার থেকে চিকিৎসা নিতে পারবে।
উদ্ভোধন অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজের অধ্যাপক ডা: আমিরুল হোসেন, শিয়ালকোল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সেলিম রেজা,সিরাজগঞ্জে ডায়াবেটিক ফুট কেয়ার এন্ড পি.আর.পি সেন্টারের চেয়ারম্যান আমির হোসেন, ৭১ টিভির জেলা প্রতিনিধি মাসুদ পারভেজ, জিটিভির জেলা প্রতিনিধি আমিনুল ইসলাম সহ স্থানীয় গন্যমান্য ব্যাক্তিগন।
Leave a Reply