জহুরুল ইসলাম, স্টাফ রিপোর্টার:
সিরাজগঞ্জের বেলকুচিতে বিদ্যুৎপৃষ্টে আছিয়া খাতুন (৩৪) নামের এক তাঁত শ্রমিক নিহত হয়েছে। সে দৌলতপুর পশ্চিমপাড়ার এরশাদ মোল্লার স্ত্রী। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন দৌলতপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও সাবেক ইউপি সদস্য আলতাফ হোসেন।
জানা যায়, ধুকুরিয়াবেড়া গ্রামের মোঃ আবদিন আলীর তাঁত কারখানায় প্রতিদিনের ন্যায় রবিবার সকালেও নলিতে সুতা জড়ানোর কাজ করতে যান আছিয়া খাতুন। অসতর্কতাবসত বিদ্যুৎপৃষ্টে ঐ কারখানাতে আহত হয়ে মাটিতে লুটে পড়ে। এসময় তার চিৎকারে কারখানার অন্য শ্রমিকরা এগিয়ে এসে তাকে উদ্ধার করে এনায়েতপুর খাঁজা ইউনুস আলী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। কর্তব্যরত চিকিৎসকেরা তাকে মৃত ঘোষনা করেন।
Leave a Reply